ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
পরিত্যাক্ত ভ্যানেটি ব্যাগ নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক
ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজারের মুক্তি ক্লিনিকের চিকিৎসক আঃ হামিদের সহযোগী মোছা. রহিমা বেগম (৩৪) এর ব্যাগ রোগী সেজে চুরি করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৪জুলাই) সকাল অানুমানিক সাড়ে ১০ টার দিকে এই চুরির ঘটিনাটি ঘটে।

পরবর্তীতে কামারখন্দ থানা প্রশাসনের সহযোগীতায় ব্যাগটি পাওয়া যায়। ঐই ব্যাগে থাকা মোবাইল, টাকা ও লাইট পাওয়া যায়নি।

ডাক্তারের সহযোগী মোছা রহিমা বেগম (৩৪) জানান, সকালে ক্লিনিকে আসার পর ১৮-১৯ বয়সের ৪-৫ জন মেয়ে রোগী সেজে আসেন । আমি অন্য আরেকজন রোগী দেখতে গেলে দেখি আমার ব্যাগটিও নেই ঐই ৪-৫ জন মেয়েও নেই। পরে দ্রুত ক্লিনিক থেকে বের হয়ে যায় ওই ৪-৫টি মেয়ে ও ব্যাগটি খোঁজার জন্য। পরে খোঁজা খুঁজি করেও পাওয়া যায় নাই ।

প্রায় ২ ঘন্টা পরে আমার স্যারের কাছে কামারখন্দ থানা প্রশাসনের লোক ফোন দিয়ে বলে উপজেলা শহীদ মিনারের কাছে একটি ব্যাগ পড়ে আছে ঐ ব্যাগে আপনার সহযোগীর ভোটার কার্ড আছে তাকে দ্রুত পাঠিয়ে দেন।

কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ইয়াসিন, আশিক ও রিপন শহীদ মিনারের কাছে একটি ব্যাগ সকাল থেকে দেখতে পান ও তাদের সন্দেহ হলে কামারখন্দ থানা প্রশাসনের কাছে ফোন দেন পরে থানা প্রশাসনের লোক এসে ব্যাগটি খুলে দেখেন। ব্যাগে থাকা ভোটার কার্ডে রহিমার নাম লেখা আছে। প্রশাসনের লোক রহিমাকে চিনতে পান আর সাথে সাথে মুক্তি ক্লিনিকের চিকিৎসক আঃ হামিদ ডাক্তারকে ফোন দেন। তাকে ফোন দিয়ে বলেন একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে আপনার সহযোগী রহিমার ভোটার আইডি কার্ড আছে। আপনার সহযোগীকে শহীদ মিনারের কাছে পাঠিয়ে দেন।

x