সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল বাজার এলাকায় মূখে মাস্ক না থাকার অপরাধে ১১ জনকে ২ হাজার ৮০০ টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
শনিবার ( ৩ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এসময়ে উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যর উপস্থিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই অর্থদণ্ড দায়ের করে।
ভ্রাম্যমাণ পরিচালনায় নেতৃত্ব দেন কামারখন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার।