ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
৩য় দিনের লকডাউনে শাহজাদপুর
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

সরকার পূর্ব ঘোষিত ৭ দিনের লকডাউনের  আজ ৩য় দিন।গতকাল শুক্রবার এবং আজ শনিবার সাধারণ ছুটি থাকায় সিরাজগঞ্জের   শাহজাদপুর পৌর শহর সহ ১৩ টি ইউনিয়নেm চলছে ঠিলে ডালা ভাবে লকডাউন। সাপ্তাহিক ছুটির কারণে রাস্তায় জন চলাচল খুবই কম। বন্ধ রয়েছে সরকারি, বেসরকারি অফিস,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ ব্যবসায়িক দোকান পাট।পৌর শহরের রাস্তায় যানবাহন চলতে দেখা যায় নাই। শুধু জরুরি কাজে নিয়োজিত কিছু গাড়ি চলতে দেখা গেছে।

শহর ও শহরের বাহিরে কিছু অটো রিক্সা ও অটো ভ্যান গাড়ি চলাচল করতে দেখা গেছে।শহরের বিভিন্ন সড়কে সকালে ঘুরে দেখা যায় স্থানীয় পুলিশ প্রশাসন,সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী  চেকপোস্ট বসিয়ে জনসাধারণ কে বিনা কারণে  বাড়ির বাহিরে না আসার জন্য, স্বাস্থ্য সচেতনতা রক্ষাকরতে ও মাস্ক পরার জন্য পরামর্শ দিচ্ছেন

সরকারি নির্দেশ অমান্য করে যারা দোকানপাট খুলেছেন তাদের মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ জরিমানা আদায় করা হয়।এরই ধারাবাহিকতায়  গতকাল শুক্রবার শাহজাদপুর দ্বারিয়াপুর বাজারের বেশ কিছু দোকান দার কে অর্থ জরিমানা করা হয়।  উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুদ হোসেন খান।তিনি গন ম্যাধম কে বলেন সরকারের নির্দেশ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন তাদের প্রচেষ্টা  অব্যাহত রাখবে, তিনি জনগণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এদিকে আজ থেকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে
বিনামূল্যে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা   পরীক্ষা। যারা বিনামূল্যে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষা করতে ইচ্ছুক তাদের কে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয় টি নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান।

x