ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু ৬
অনলাইন ডেস্ক

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

সকালে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল পর্যন্ত হাসপাতালে ২৫৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ১৭৬ জন, বাকি ৮০ জনের করোনার উপসর্গ রয়েছে। ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১৪৮ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৯৩। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৩২৭ জনে দাঁড়াল।

x