ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০২:২০ অপরাহ্ন
ফরিদপুরে কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন
মোঃরিফাত ইসলাম, ফরিদপুর

সারাদেশের মতো ফরিদপুর জেলাতেও কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে।

অন্যদিকে সারাদিন বৃষ্টি থাকার কারণে ফরিদপুর শহর  এবং শহরতলীর বিভিন্ন স্থানে   অপেক্ষাকৃত কম লোকজন ঘর থেকে বেরিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে অন্যান্য লকডাউন থেকে আজকের লকডাউন টা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। শহরে হাতে গোনা কয়েকটা রিক্সা চললেও তেমন কোন বড় যানবাহন চলাচল করেনি। এছাড়া  অটোরিকশা ,ও রিক্সা সংখ্যা ছিল খুবই কম।  কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছু মোটরসাইকেল চলতে দেখা যায়।

এছাড়া লকডাউন চলাকালে শহরের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও ছিল লক্ষ্য করার মতো।

এর আগে সকালে লকডাউন পরিস্থিতি দেখেন ফরিদপুরের উপজেলা নির্বাহি অফিসার মাসুম রেজা। তার সাথে ছিলেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আল আমিন। তারা শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এবং লকডাউনে দোকান খোলা রাখার অপরাধে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর কে ৩৫০০০ হাজার টাকা জরিমানা করেন।

সকালের দিকে শহরের অস্থায়ী কাঁচা বাজার  রাজেন্দ্র কলেজ মাঠ ও মহিম স্কুলের মাঠে  কিছুটা লোকসমাগম থাকলেও বিকেলে ছিল পুরোপুরি ফাঁকা।

একই সাথে শহরের বিভিন্ন স্থানে কিছুসংখ্যক যানবাহন যেমন রিক্সা অটোরিক্স চললেও বিকেলের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

এছাড়া শহরতলীর বিভিন্ন স্থানে একই রকম দৃশ্য দেখতে পাওয়া যায়।

এ সংবাদ লেখা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা চলছে, একই সাথে চলছে রাবের অভিযান।

One response to “ফরিদপুরে কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন”

  1. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/31212 […]

Leave a Reply

Your email address will not be published.

x