সরকার পূর্ব ঘোষিত অনুযায়ী আজ ১লা জুলাই বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে লকডাউনের প্রথম দিন।
সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় জন সমাগম খুবই কম।শহরে ভারীযানবাহনের চলাচল ছিল চোখে না পড়ার মতো। শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় পয়েন্টে পয়েন্টে সকাল থেকেই দ্বায়িত্ব যথাযথভাবে পালন করছেন পুলিশ ও সেনাবাহিনী।
বিভিন্ন সড়কে সকাল থেকেই বসানো হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট। এ সব চেকপোস্টে স্থানীয় পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী যৌথ ভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মানুষ জন ওযানবাহন চলাচল নিয়ত্রন করছেন। জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেনতাদের
পুলিশের মুখোমুখি হতে হচ্ছে জিজ্ঞাসার। শহরে চলছে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স,সংবাদপত্রের গাড়ি।শহরের অলিগলিতে কিছু অটো রিক্সা ও অটো ভ্যানগাড়ী চলতে দেখা গেছে। শুধু কাচা বাজার ছাড়া শহরের সমস্ত ব্যাবসাপ্রতিষ্ঠান, বড় বড় মার্কেট ও অফিস আদালত বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ বাড়ার কারনে কঠোর ভাবে পালিত হচ্ছে শাহজাদপুর এসরকার ঘোষিত লক ডাউনে আজকের শাহজাদপুর।