ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নির্দেশনা মেনে ঘরে থাকুন, ফেনীবাসীর প্রতি জেলা প্রশাসক আবু সেলিম
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ মানতে ফেনীবাসির প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ।তিনি বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বুধবার ফেনীর সময় কে এ তথ্য নিশ্চিত করে আরও বলেন, আজ থেকে সরকারী বিধিনিষেধ মেনে সবাইকে ঘরে থাকতে হবে। এ ব্যাপারে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি এক প্লাটুন সেনাবাহিনী ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি ৩১ জন র‌্যাব সদস্যও টহলে নিয়োজিত থাকবে।

জেলা প্রশাসক আরো জানান, বৃহস্পতিবার থেকে ফেনীতে রিকশাও চলবে না। সকল চা দোকানও বন্ধ থাকবে। সরকারী নির্দেশনা পালনে জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সবাইকে ঘরে থাকতে হবে, কোনভাবে ঘর থেকে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *