ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
সোনাগাজীতে ১০০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
পেয়ার আহাম্মদ চৌধুরীঃ

ফেনীর সোনাগাজীতে ফেনী জেলা পরিষদের তহবিল থেকে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্ব্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলার পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়নে একশত পরিবার এই সহায়তা পেয়েছেন।

বুধবার(৩০ জুন) সোনাগাজী কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) কার্যালয়ের সামনে বিতরণ অনিষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল বশর মজুমদার তপন।
উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউজ্জমান বাবু চেয়ারম্যান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম প্রমূখ।

x