করোনা সংক্রমণ রোধে জনগনকে সচেতন করতে জনপ্রতিনিধিদেরকে ভূমিকা রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক মাক্স পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
ফেনীর নবাগত জেলা প্রশাসক পরশুরামে সংক্ষিপ্ত সফরে কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা মূলক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে নবাগত জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান পরশুরামে হতদরিদ্রদের মাঝে নগদ টাকা, ঢেউটিন ও গো খাদ্য বিতরণ করেছেন।
ফেনীর নবাগত জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান মঙ্গলবার (২৯ জুন) বিকেলে পরশুরাম উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত সভা করেন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার(বাদল), মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাছরিন আকতার।
এছাড়াও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ দাইয়ান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ্ আলম ভূইয়া, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।