ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
ফেনীতে করোনাভাইরাস প্রতিরোধে জেলা তথ্য অফিসের পথ প্রচার ও মাস্ক বিতরণ
দেলোয়ার হোসেন

ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পথ প্রচার ও মাস্ক বিতরণ করেছে করছেন জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির (বি সি এস)

আজ বুধবার (৩০ জুন) সাধারণ লড়াউনের তৃতীয় দিন সকাল থেকে শহরের ট্রাংক রোড,মহিপাল,হর্কাস মার্কেট, হাসপাতাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পথ প্রচার ও মাস্ক বিতরণ করেছে করছেন জেলা তথ্য অফিসার ।

এসময় তিনি জনসাধারণ কে মাস্ক ব্যবহার,ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়া বা  স্যানিটাইজার ব্যবহার করা,ঘরের বাইরে জুরুরী প্রয়োজন ছাড়া বের না হওয়া।এবং  কাঁচ বাজার, ওষুধ ফার্মেসি, নিত্য প্রয়োজনীয় খাদ্য বিক্রির দোকান ছাড়া সকল মার্কেট প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

x