ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
বৃক্ষ রোপনের কর্মকান্ড শুরু করলেন ছাত্রলীগ নেতা আল-ইমরান
সাভার প্রতিনিধি

নিজস্ব অর্থায়নে আশুলিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছেন ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগ নেতা। এসময় প্রায় ৩ শতাধিক গাছ লাগিয়ে তার কর্মকান্ড শুরু করেন।

শনিবার (২৬ জুন ) দুপুরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এসব গাছ রোপণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ- সভাপতি  আল- ইমরান।

আল-ইমরান বলেন, আশুলিয়ার টঙ্গাবাড়ি, কাঠগড়া, ধলপুর, বেঁড়িবাধ এলাকায় নেতাকর্মীদের নিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে কৃষ্ণচূড়া, নিম, মেহগনি আম ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করেছি। আমি চাই  পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই বৃক্ষরোপণ করুন। এই বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এসময় পুরো বর্ষাকাল এই কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা আল ইমরানের অনুসারি ছাত্রলীগ নেতাকর্মীরা।

x