ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন
ভৈরবে আইভি রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও ছাগল বিতরণ
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের সহধর্মিনী,মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শহীদ আইভি রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার ৩৬ দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্টিত হয়। অনুষ্টানে   উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর আসনের এমপি নাজমুল হাসান পাপনের প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন মোল্লা,উপজেলঅ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো ঃ জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন। এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সভাপতি লুবনা ফারজানা বলেন, আজকের এ দিনে শহীদ আইভি রহমানের আত্মার মাগফেরত কামনা করে ৩৬ জন উপকার ভোগীর মাঝে শেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। আপনারা জানেন শেলাই মেশিন আর ছাগল এগুলো একদিনে শেষ হয়ে যাবার বিষয় নয়। এ শেলাই মেশিন যতদিন চলবে আর যতদিন আপনার সংসারে এ শেলাই মেশিনের মাধ্যমে অর্থ আসবে ততদিন কিন্তু আপনারা আজকের এ দানের যে রহমত আপনার সংসারে থাকবে । আপনার উনার জন্য সে ভাবেই মন থেকে দোয়া করবেন। আপনাদের অর্থনৈতিক ভাবে স্বাভলম্ভী হওয়ার জন্য এ শেলাই মেশিন ও ছাগল দেয়া হচ্ছে। আপনারা সবাই এগুলোর সঠিক ব্যবসহারে কাজে লাগাবেন। ঘরে নিয়ে রেখে দেবেননা।

One response to “ভৈরবে আইভি রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও ছাগল বিতরণ”

  1. see here now says:

    Nice post. I learn something totally new
    and challenging on websites I stumbleupon every day. It’s always exciting to read through content from other
    writers and practice a little something from their websites.

Leave a Reply

Your email address will not be published.

x