কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের সহধর্মিনী,মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শহীদ আইভি রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার ৩৬ দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্টিত হয়। অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর আসনের এমপি নাজমুল হাসান পাপনের প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন মোল্লা,উপজেলঅ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো ঃ জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন। এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
সভাপতি লুবনা ফারজানা বলেন, আজকের এ দিনে শহীদ আইভি রহমানের আত্মার মাগফেরত কামনা করে ৩৬ জন উপকার ভোগীর মাঝে শেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। আপনারা জানেন শেলাই মেশিন আর ছাগল এগুলো একদিনে শেষ হয়ে যাবার বিষয় নয়। এ শেলাই মেশিন যতদিন চলবে আর যতদিন আপনার সংসারে এ শেলাই মেশিনের মাধ্যমে অর্থ আসবে ততদিন কিন্তু আপনারা আজকের এ দানের যে রহমত আপনার সংসারে থাকবে । আপনার উনার জন্য সে ভাবেই মন থেকে দোয়া করবেন। আপনাদের অর্থনৈতিক ভাবে স্বাভলম্ভী হওয়ার জন্য এ শেলাই মেশিন ও ছাগল দেয়া হচ্ছে। আপনারা সবাই এগুলোর সঠিক ব্যবসহারে কাজে লাগাবেন। ঘরে নিয়ে রেখে দেবেননা।
Nice post. I learn something totally new
and challenging on websites I stumbleupon every day. It’s always exciting to read through content from other
writers and practice a little something from their websites.