ফেনী পৌরসভার চাড়িপুর এলাকায় ৭ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন মোঃ রুবেল(২৩) । তাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ এবং শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত রুবেল একই এলাকার বাসিন্দা ছিল।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটি কে কৌশলে ডেকে নিয়ে কলোনির পাশেই ধর্ষণ করেন প্রতিবেশী ভ্যান চালক মোঃ রুবেল। একপর্যায়ে শিশুটি তার বাবা মা কে বিষয়টি জানিয়ে দেয়। এই ঘটনায় রাতে শিশুটির বাবা-মা বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় নারি ও শিশু নির্যাতন আইনেএকটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মোঃ রুবেল কে গ্রেফতার করে।এবং শুক্রবার বিকেলে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে এই শিশুর ২২ ধারা জবানবন্দী রেকর্ড করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান,শিশু ধর্ষণের অভিযোগে মামলায় এক যুবকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।