ফেনী রেলওয়ে স্টেশানের প্লাটফর্ম পুননির্মাণ কাজে অনিয়ম থাকায় কাজ বন্ধ করে দিলেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
শুক্রবার(২৫ জুন) ফেনী রেলওয়ে স্টেশানের প্লাটফর্ম উঁচু ও পুননির্মাণ কাজ পরিদর্শন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
সাংসদ সরেজমিনে গিয়ে দেখতে পান সেখানে ঠিকাদার বা দায়িত্বরত কোন ইঞ্জিনিয়ার নেই। লেবার ও মেস্তরীগন নিম্মমানের ময়লাযুক্ত মরা পাথর ও নিম্নমানের রড দিয়ে ঢালাই কাজ করছেন।
এসময় তিনি নিম্নমানের ময়লাযুক্ত মরা পাথর ও নিম্নমানের রড দিয়ে কাজ করার কারনে তাৎক্ষনিক কাজ বন্ধ করার নির্দেশ দেন।