পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশে পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ইং-২১/০৬/২০২১ তারিখে পাবনা জেলা গোয়েন্দা শাখা,একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাবনা জেলার সাথিয়া থানাধীন বায়া দক্ষিনপাড়া এলাকায় আসামী ১। মোঃ রাজীব (১৯), সাং-বায়া দক্ষিনপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা। আসামিকে গ্রেফতার করে তাহার হেফাজত হইতে এবং পলাতক আসামী মোঃ কাওসার (২০), সাং-বায়া মধ্যপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা।
আসামির ফেলে যাওয়া সর্বমোট ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।