ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীতে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক কে সংবর্ধনা ও বরন অনুষ্ঠান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনী সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ফেনী জেলা শাখা কতৃক আয়োজিত বদলীজনিতকারনে ফেনীর বিদায়ী  জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান মহোদয়ের কে বিদায়ী  সংবর্ধনা ও নবাগত  জেলা প্রশাসক  আবু সেলিম মাহমুদ-উল-হাসান কে অনুষ্ঠানিকভাবে বরন করা হয়েছে ।

মঙ্গলবার রাতে  (২২ জুন) ফেনী সরকারি সাকির্ট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজম উদ্দিন হাজারী এমপি বলেন বিদায়ী জেলা প্রশাসক একজন দক্ষ ও বিচক্ষণকর্মকর্তা হিসেবে প্রশাসন পরিচালনা করেছেন একই সাথে তিনি দায়িত্বের বাহিরেও দায়িত্ব পালন করছেন কোভিডকালীন সময় নিরলসভাবে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন,ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, নবাগত জেলা প্রশাসকের সহধর্মীনি ও বিদায়ী জেলা প্রশাসকের সহধর্মীনি, ফেনীকে কর্মরত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সরাকার দলীয় সংগঠনের উদ্ধর্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *