ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০১:২২ অপরাহ্ন
পাবনা ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন, পাবনা প্রতিনিধি

পাবনা ঈশ্বরদীতে মুলাডুলি ইউনিয়নে ২২টি, সাঁড়া ইউনিয়নে ১১টি, দাশুড়িয়া ইউনিয়নে ৩টি, পৌরসভায় ১৪টি মোট ৫০টি পরিবারকে জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী উপজেলা পরিষদের সমমেলন কক্ষে পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ  এবং পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল.কায়েস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

2 responses to “পাবনা ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে”

  1. … [Trackback]

    […] There you can find 41310 additional Information to that Topic: doinikdak.com/news/27496 […]

  2. … [Trackback]

    […] There you will find 88513 additional Information to that Topic: doinikdak.com/news/27496 […]

Leave a Reply

Your email address will not be published.

x