পাবনার জেলার সুজানগরে আব্দুস সালাম বিশ্বাস (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার দুলাই এলাকার বদনপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১৯ জুন) দুপুরে থানায় মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী দুলাই বদনপুর এলাকার মৃত মুজিবুর বিশ্বাসের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এবং একই এলাকার আব্দুস সালাম বিশ্বাসের ছেলে পলাতক আসামি মো. টুটুল বিশ্বাস (২৯) এর ফেলে যাওয়া সর্বমোট ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই সংক্রান্তে সুজানগর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।