ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
পাবনা ঈশ্বরদী ছিনতাই মামলার আসামী মোটরসাইকেলসহ আটক
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন

পাবনা ঈশ্বরদী থানার গোলাম হাক্কানী বাড়ির সামনে পাকা রাস্তার উপর ০৩ জন অজ্ঞাত নামা আসামি মোটরসাইকেলে এসে বাদী গোলাম হাক্কানির স্ত্রী ও মেয়েকে চাকুর ভয় দেখিয়ে দুইটি স্বর্ণের চেইন মূল্য অনুমান  দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়।মামলার তদন্তঃ ঘটনার দিন বাদীর স্ত্রী ও মেয়ে ঈশ্বরদী বাজার ১ নম্বর গেট থেকে রাত্রি অনুমান ৮.১০ মিনিটের সময় কেনাকাটা শেষে বাড়ি যাওয়ার জন্য রিক্সায় ওঠে। আর তখন থেকেই এই ছিনতাই কারীরা মোটর সাইকেল নিয়ে পিছু নেয়।

বাদীর স্ত্রী ও মেয়ে রিক্সা নিয়ে তাদের বাড়ির সামনে দাড়ানো মাত্র আসামী রকি তাদের ব্যবহৃত মোটর সাইকেল রিক্সার কাছাকাছি থামায় এবং মোটর সাইকেল থেকে নেমে এসে একটি চাকুর ভয় দেখিয়ে মা-মেয়ে দুই জনের গলা থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পুনরায় মোটর সাইকেলে উঠে চলে যায়। ইং ১৭/০৬/২১ তারিখ রাত্রি ২৩.৪৫ ঘটিকায় আসামী মামুন মোল্লাকে গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত তারই মোটর সাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার কথা স্বীকার করে এবং ইং ১৮/০৬/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করিয়া ফোঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে।

x