ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
আজ মরহুম হাঃ মোঃ- আব্দুল ওয়াহাব শেখ এর ১ম মৃত্যু বার্ষিকী
হুসাইন মোহাম্মাদ রাফি

দেখতে দেখতে প্রিয় মানুষটিকে হারানো ১ বছর হয়ে গেল ।  গত বছর  ২০২০ সালের ঠিক ১৫ই জুন এমন একটি দিনে আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ মরহুম আঃ ওয়াহাব শেখ ও তিনার সহধর্মিণী স্বর্ণা বেগব কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায়  হারাতে হয়েছে ।  এই দিনে তারা আমাদের ছেড়ে চলে যান।

মৃত হাঃ মোঃ- আব্দুল ওয়াহাব শেখ  নাটোর জেলার বনপাড়া  পৌরসভার গোনাইহাটি গ্রামের  কেন্দ্রীয় জামে মসজিদে পেশ খতিব হিসেবে কর্মরত ছিলেন

এছাড়াও তিনি আল জামিয়াতুল ইসলামিয়া গুনাইহাটি হাঃ ক্বঃ মাদ্রাসার সফল হাফেজ সাহেব হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানি সবারি চলে যেতে হবে এই মায়ার পৃথিবী ছেড়ে । তবুও জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু মানুষগুলাে ছেড়ে চলে গেলে মেনে নিতেই যেন কষ্ট হয় । আজ ঠিক এই দিনে তেমনি একজন কলিজার মানুষ আঃ ওয়াহাব হুজুর আমাদের ছেড়ে চলে গিয়েছেন।   তিনি শুধু একজন কাছের মানুষ নই  ,  তিনি আমাদের রুহানি পিতা , তিনি আমাদের সুন্দর পথ দেখানাের একজন জিম্মাদার ছিলেন | এক কাথায় সুন্দর মানুষ তৈরি করার একজন কারিগর ছিলেন । বাবা মার পরেই যার অধিকার ও দায়িত্ব ছিলাে  আমাদের সেই প্রাণ প্রিয় ওস্তাদ , হাঃ আব্দুল ওয়াহাব সিরাজী সাহেব ও তিনার সহধর্মিণী ।

এক সময় হুজুরের দেওয়া শিক্ষা ছাড়া কোন কাজেই সফল হওয়া যেতো না, আর আজ হুজুরকে  ছাড়া চলতে হচ্ছে প্রতিটা মুহূর্ত

হুজুর চলে গিয়েছে কিন্তু হুজুরের সেই স্মৃতি হুজুরের সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়! বেশ কিছু আশা,স্বপ্ন ,কাজ অপূর্ণ থেকে গেল আমার, সবাই আমার হুজুরের জন্য মন থেকে দোয়া করবেন,  আল্লাহ যেন হুজুরকে ও তার সহধর্মিণীকে  বেহেশতের উচ্চ মাকাম দন করেন! আমিন!

x