ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তারেক রহমানের হস্তক্ষেপ চায় নেতা-কর্মীরা
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবাায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপিনেতা শামীম আহমেদকে জেলা বিএনপি থেকে বহিষ্কারের আদেশ অবিলম্বে প্রত্যাহার করে তার মাধ্যমে জামালপুর জেলা বিএনপিকে আরো গতিশীল করার সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আকুল আবেদন জানিয়েছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা।১২ জুন শনিবার সকাল ১০টার দিকে শহরের সকাল বাজার এলাকায় প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য ও শহর বিএনপির সভাপতি মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন,শহর বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার,সহ-সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী জনি ও প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,জেলা তরুণ দলের সাবেক সভাপতি আবু সাঈদ রয়েল,জিয়ার সৈনিক সৈয়দ মিজানুর রহমান রশিদ অপু,জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ,শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুক্তা,ছাত্রনেতা কামরুল হাসান কাবুল, শহর ছাত্রদলের সহ-সভাপতি রানা ম্যানশন,ছাত্র নেতা সোহানুর রহমান সোহাগ, শহর ছাত্রদলের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম রবিন,ছাত্রনেতা বুলবুল আহমেদ হৃদয়,সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইফতেখার মুরাদ,ছাত্রনেতা নয়ন সরকার, লোকমান হোসেন, শ্রমিকনেতা জাবেদ শেখ, ছাত্রনেতা লালন,মোরশেদ আলম খান,জাহিদুল ইসলাম হৃদয়, শ্রমিকনেতা মামুনুর রশীদ, মামুন,যুবনেতা সাইদুর রহমান, মো. ননী,হাফিজুল ইসলাম নয়ন, লেলিন,ব্যবসায়ী নেতা হাজি আব্দুল নেদা,সকাল বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান, শ্রমিকনেতা জুয়েল শেখ প্রমুখ।মানববন্ধনে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের সকল  নেতাকর্মী ও ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালপুর জেলা বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের একচ্ছত্র আধিপত্য,স্বেচ্ছাচারিতা ও দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের কারণে জামালপুর জেলা বিএনপি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।জাসদ থেকে আসা শাহ মো. ওয়ারেছ আলী মামুন জেলা বিএনপি ও প্রতিটি অঙ্গসংগঠনের নেতৃত্বে তার অতি কাছের অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন পদে যুক্ত করে দলকে কুক্ষিগত করে রেখেছেন।

বক্তারা আরো বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার সহধর্মিনী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্ব ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সফল নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে জামালপুরে সার্বক্ষণিক বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন বিএনপিনেতা শামীম আহমেদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় জামালপুরে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামসহ দলের জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন শামীম আহমেদ। শাহ মো. ওয়ারেছ আলী মামুন বিএনপিনেতা শামীম আহমেদের সফল নেতৃত্বের প্রতি ঈর্শান্বিত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে তাকে বহিষ্কার করিয়েছে।অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপিনেতা শামীম আহমেদকে সক্রিয়ভাবে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক সহমানের প্রতি আকুল আবেদন জানান মানববন্ধনে অংশগ্রহণকারী সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মীরা।একই সাথে মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে জেলা সম্মেলনের মাধ্যমে নতুন করে জেলা কমিটি গঠনেরও জোর দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত ৭ মে আকস্মিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একপত্রে শামীম আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা আসায় শামীম আহমেদের নেতৃত্বাধীন বিএনপির একাংশের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।এ নিয়ে বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে।

গত ১১ মে দুপুরে জেলা বিএনপির বর্তমান কমিটির উপদেষ্টা ও সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিকের কার্যালয়ে জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য,সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ বিএনপির বর্তমান জেলা কমিটির একাধিক দায়িত্বশীল পদস্থ নেতৃবৃন্দ শামীম আহমেদের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।একই দাবিতে গত ১৮ মে জামালপুর শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার (সকাল বাজার) এলাকায় জামালপুরের সাধারণ ব্যবসায়ীরাও প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।এছাড়া গত ২১ মে সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট জামালপুর জেলা শাখার উদ্যোগে জামালপুর শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার (সকাল বাজার) এলাকায় কালিঘাট কালিমাতা মন্দিরের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন থেকেও বিএনপিনেতা শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

একই দাবিতে ২৩ মে সকালে সকাল বাজার এলাকায় জামালপুর জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল বাজারে শামীম আহমেদের কার্যালয়ে আয়োজিত স্মরণসভা, দোয়ামাহফিল,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন, যা শহরবাসীর দৃষ্টি কাড়ে।

Leave a Reply

Your email address will not be published.

x