ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
  আপডেট টিভির সংবাদদাতা রেদোয়ান হিমেল এর শুভ জন্মদিন
হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী

আজ ১১ই জুন  আপডেট টিভির সংবাদদাতা  মো- রেদোয়ান হিমেল এর ২৮তম শুভ জন্মদিন ।  এই দিনে তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় তার পিতা মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন ।

মোঃ-রেদোয়ান হিমেলের  ঢাকা থেকে প্রকাশিত দীপ্ত টিভির রিপোর্টার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয় তার পর তেকে তিনি অনেক চ্যানেলে কর্মরত ছিলেন।   বর্তমানে তিনি রংপুরের জনপ্রিয় অনলাই টিভি চ্যানেল  ডাঃ মোঃ নুরুল হাসান বাবু এর আপডেট টিভির সংবাদদাতা ইনচার্জ  হিসেবে কর্মরত রয়েছেন।  রেদোয়ান হিমেল একজন তরুণ প্রজন্মের সাহসী সাংবাদিক,   তিনি তার মা বাবার অহংকার ৷ আজ ১১ই জুন মোঃ ৷

সাংবাদিক রেদোয়ান হিমেল এর জন্মদিনে তার আত্মীয় স্বজন সহকর্মী  ও শুভাকাঙ্ক্ষীরা রাত ১২ টার পরে কেক কেটে তার জন্মদিন উৎযাপন করে ।  এছাড়াও  জন্মদিন উপলক্ষে, বন্ধুমহল সহকর্মী ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।  রেদোয়ান হিমেল  জানান, রাত থেকে অনেক ভালো লাগছে প্রতি বছরের ন্যায় এ বছরেও শুভেচ্ছা পেয়েছি।  পেয়েছি প্রিয় মানুষটির কাছ থেকে।  আমার পরিবার আমাকে রাতে সারপ্রাইজ দিয়েছে,  অফিস থেকে কাজ শেষ করে বন্ধু ও সহকর্মীদের সাথে আড্ডা দিয়ে দেরি করে বাসায় ফিরেছি মানে রাত ১ টার পর,

তারপর রাতে বাসায় ফিরে  পরিবারের সদস্যদের থেকে প্রতি বছরের মতো যে সারপ্রাইজ থাকে, আমার জন্য এবছরেও তার কোনো কমতি ছিলোনা। মোঃ- রেদোয়ান হিমেল সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে করে তিনি এভাবে বাঁকি জীবনটা সকলের মাঝে সততা ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারেন ।

তার এই জন্মদিনে আপডেট টিভির প্রতিষ্ঠাতা ডঃ নুরুল হাসান বাবু ও সকল রিপোর্টারদের পক্ষ থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো

শুভ জন্মদিন রেদোয়ান হিমেল।

x