পাবনা ঈশ্বরদীর মুলাডুলি থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, পাবনা জেলার সুজানগর থানার কাঁচরী গ্রামের মোঃ মোতাহার হোসেন এর ছেলে মোঃ আলিফ হোসেন (২০)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত বুধবার ( ৯ জুন ) বিকালে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মূলাডুলি থেকে গাঁজাসহ গ্রেফতার করে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা রুজু করা হচ্ছে।