ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
সরিষাবাড়ীতে তাল গাছে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ীতে তাল গাছে উঠে তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল আজিজ(৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার১০ জুন দুপুর ২টায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামে সুজা মিয়ার বাড়ীর পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের ছইঞ্চা মিয়ার ছেলে বলে জানা যায়। সে বিভিন্ন এলাকায় তাল ব্যবসায়ীদের নিকট তাল পেড়ে দেওয়ার  জন্য  দিন মজুর হিসেবে কাজ করত।

সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার বীর বড়বাড়ীয়া গ্রামে আনুমানিক বেলা ২টার দিকে তাল গাছের তাল পাড়তে গেলে তাল গাছের পার্শ্বে পিডিবি’র ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর অসাবধানতাবশত তালগাছের ডাটা লেগে গেলে তালগাছটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে শ্রমিক আব্দুল আজিজ তাল গাছেই মারা যান।

খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা নিহতের লাশ উদ্ধারে ব্যর্থ হন।  কিছুক্ষণ  পরে জামালপুর ও শেরপুরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জান এর নেতৃত্বে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাল গাছ থেকে লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানার এস আই বশিরুল আলম এর কাছে হস্তান্তর করেন।  নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সরিষাবাড়ী থানা পুলিশ  ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য নিহত শ্রমিকের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছেন বলে এস আই বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

3 responses to “সরিষাবাড়ীতে তাল গাছে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/24141 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/24141 […]

  3. I relish, result in I discovered exactly what I used to be having a look for.
    You have ended my four day long hunt! God Bless you man.
    Have a nice day. Bye

Leave a Reply

Your email address will not be published.

x