ফেনী শহরের দেওয়ানগঞ্জে লিবার্টি নিটওয়্যার লিমিটেডের রপ্তানিযোগ্য তৈরি পোশাক প্যাকেট থেকে চুরি করার সময় ফেনী জেলা শ্রমিকলীগের কোষাধ্যক্ষ ও ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
জানা যায়, প্যাকেট গুলো গাজীপুরের সফিপুর চন্দ্রা থেকে মালগুলো পোল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের একটি সিএন্ডএফ এর ওয়্যারহাউজ হাউসে নিয়ে যাওয়ার কথা ছিল।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী’র সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা অঙ্গ ও অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার কারনে জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র নির্দেশে পৌর আওয়ামী লীগ এর সিদ্ধান্তক্রমে দলীয় সকল কর্মকান্ড এবং দলীয় পদবী থেকে আনোয়ার হোসেন আজাদ’কে অব্যাহতি প্রদান করা হয়েছে।