পাবনা পুলিশ সুপার জনাব মোঃ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে, ০৫/০৬/২০২১ ইং তারিখে সন্ধা ৭:০০টার সময় আসামী আলম হোসেন, সুমন, লিটন, (৩০) পিতা-শহীদুল্লাহ সাং-দ্বীপচর লাউদারা থানা, জেলা- পাবনা আসামিকে সদর ধানাধীন বয়রা কাশীনাথপুর হতে একটি চোরাই মটরসাইকেলসহ আটক করে জেলা পুলিশ। তার বিরুদ্ধে অপর একটি চুরির মামলা বিচারাধীন আছে।আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে জানা যায়।