ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
নগরকান্দায় বিএনপি নেতার মৃত্যু, মির্জা ফকরুলের শোক প্রকাশ
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর)

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মন্ডল মৃত্যুবরন করেছেন। ইন্নালি….. রাজিউন। রবিবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের কৃঞ্চারডাঙ্গী গ্রামে নিজ বাড়ীতে বাধ্যর্কজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও কৃঞ্চারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর  গভীর শোক প্রকাশ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানাগেছে।

মহাসচিবের শোকবার্তায় গিয়াস উদ্দিন মন্ডলের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published.