ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০২:০২ অপরাহ্ন
ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পলাশ সদস্য শাহাদাৎ
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

ফেনীর পরশুরাম উপ‌জেলার ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ আকবর হোসেন পলাশ। কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সভাপতি পদে এ অনুমোদন দেয়া হয়। বৈশ্বিক করোনা মহামারীর কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে পূর্বের এডহক কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায়,কুমিল্লা শিক্ষাবোর্ড পুনরায় এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কুমিল্লা শিক্ষাবোর্ড যাচাই-বাচাই করে এ নির্দেশনা দেন। সামাজিক গ্রহনযোগ্যতা বিবেচনা করে অফিস আদেশের মাধ্যমে মোহাম্মদ আকবর হোসেন পলাশকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সদস্য সচিব- পদাধিকার বলে প্রধান শিক্ষক ফিরোজ আহমদ আলমগীর, শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনিত জয়নাল আবেদীন মজুমদার, অভিভাবক প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত নুর মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

x