ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
বেলকুচিতে লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন, বন্ধ করলেন ইউএনও
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর  ইউনিয়নের ক্ষিদ্রগোপরেখী গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।

শুক্রবার গভীর রাতে দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্রগোপরেখী গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে ক্ষিদ্রগোপরেখী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে একই ইউনিয়নের তিয়াশিয়া গ্রামের তাঁত শ্রমিক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

কনে  অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল হক ।

Leave a Reply

Your email address will not be published.

x