পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রর্দশনী মেলার উদ্বোধন করা হয়েছে।
৫ জুন শনিবার সকাল ১০টায়
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প(এলডিডিপি)র সহযোগিতায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি আহসান মাহমুদ রাসেল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সৌখিন খামারীগণ এতে অংশগ্রহন করেন।উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া,কবুতর, হাস,মুরগী স্টল সোভাবর্ধন করে।
Leave a Reply