পাবনার ঈশ্বরদী উপজেলার হত্যা ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ইউনুস আলী মণ্ডল (৪৫) কে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে। তার আগে বুধবার (২ জুন) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর থেকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এতথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ওই সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী গোরস্থানপাড়া মহল্লার ফেকু মণ্ডলের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে হত্যা ও নারী ধর্ষণের মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ইউনুছ পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাটোরের লালপুর বাজার এলাকায় অবস্থান করছে। অভিযান চালিয়ে ঈশ্বরদী পুলিশ তাকে আটক করে।
ওই আসামী একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী এবং নারী ধর্ষণের চেস্টা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ডে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা দন্ডে দন্ডিত পলাতক আসামী। বৃহস্পতিবার (৩ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।