ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মানববন্ধন
মোহাম্মদ ইয়াসিন, সাভার থেকে

ঢাকার সাভারে কোমলীমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১ টায় সাভার সিটি সেন্টারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন কালে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে কমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আবেদন জানান তারা।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার নেতা-কর্মীরা অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী, আলহাজ্ব আব্দুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আনিসুর রহমান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা বিল্লাল হোসাইন, ঢাকা জেলা উত্তর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা লিয়াকত হোসেন জিহাদী, ঢাকা জেলা উত্তর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাব্বির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাভার পৌর শাখার সভাপতি মোশারফ হোসাইন, মাওলানা আনোয়ারুল ইসলাম, আব্দুর রশিদ সাভারি, আল নাশিদ শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ মাওলানা মাসুম রব্বানি সহ এডভোকেট মোখলেছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা নামক মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদ্রাসা চালু থাকলেও আবারো তা বন্ধ করে দেয়া হয়েছে। আলিয়া মাদ্রাসাও খোলেনি। স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসার সকল ধরনের পরীক্ষা বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এখনো নেওয়া হয়নি। পরীক্ষা হবে কিনা তাও স্পষ্ট নয়। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবার অটো পাশের অপেক্ষায়।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য কোনো চাপ নেই শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published.

x