ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
বোয়ালমারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
টুটুল বসু, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অবহিতকরণ ও পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ প্রমুখ। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, ৬ মাস থেকে ১ বছর বয়সী ৪৫৯ জন শিশুকে নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছর বয়সী ৪৯ হাজার ২১০ জনকে লাল রংয়ের অর্থাৎ উপজেলার মোট ৫৬ হাজার ৬৬৯ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

2 responses to “বোয়ালমারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/21267 […]

  2. How to spot a spouse cheating on a marriage? Here are some examples of unfaithful partners. https://www.xtmove.com/how-find-out-your-spouse-phone-that-they-cheated-you/

Leave a Reply

Your email address will not be published.

x