ফেনীর পরশুরামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্তের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ খালেদ দাইয়ান, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিকুল হোসেন মহিম, পরশুরাম ক্রিড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিল এনামুল হক এনামসহ পরশুরাম উপজেলার ক্রিড়া প্রেমী বৃন্দ।
খেলায় পরশুরাম পৌরসভা একাদশ বক্সমাহমুদ একাদশ কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্টপি ও প্রাইজমানি প্রদান করেন অতিথি বৃন্দ।