ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
নগরকান্দায় ১০ বছরের শিশু ধর্ষনের চেষ্টায় থানায় অভিযোগ
মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর)

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে গত ২৬ মে  ১০ বছরের শিশু কে ধর্ষনের চেস্টার অভিযোগে মেয়ের মা হেলেনা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।

এই ন্যাক্কার জনক ঘটনার নায়ক বাউতিপাড়া গ্রামের মোবাহান মিয়ার লম্পট ছেলে মুরয়াদ (২২)। বাদীর অভিযোগে জানা যায়, ঘটনার দিন ভিকটিম তার বাড়ির পশ্চিম পাশে বেঞ্চে বসা ছিলো তখন প্রতিবেশী সোবাহান মিযার ছেলে মুরায়াদ গরুর ঘাস কেটে দেযার লোভ দেখিয়ে পাটক্ষেতের ভিতর নিয়ে পরনের কাপুড় খুলে ধর্ষনের চেষ্টা চালায়, ভিকটিমের মুখে তার যৌন লিঙ্গ প্রবেশ করে।

বাড়িতে এসে বমি করলে জিজ্ঞাস্যার মাধ্যমে অভিভাবকরা জানতে পারে। ঘটনার পরের দিন থানায় একটি অভিযোগ করেন।নগরকান্দা থানার অভিযোগ নং ১৯/১১৩ ধারা ৯(১) ২০২০ সংসধনী ২০০৩ ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার অপরাধ। ভিকটিমকে ২২ ধারায় জিজ্ঞাস্যা শেষে মেডিকেল পরিক্ষা সম্পন্ন হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মাসুদ বলেন। আসামী মুরায়াদ এঘটনার পর থেকে এলাকা থেকে গা-ডাকা দিয়ে আছেন। তবে এই ন্যাক্কারজনক ঘটনায় লম্পট মুরায়াদের বিচার দাবী করেন এলাকাবাসী।

x