ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে মৎস্যচাষীদের ২৩ টি সেলাই মেশিন, ১৭ টি ভ্যান বিতরণ
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন

পাবনা ঈশ্বরদী উপজেলার মৎস্যজীবী ও প্রদর্শিত মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে । রবিবার ( ৩০ মে ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়ােজিত এ অনুষ্ঠানে ২৩ টি সেলাই মেশিন , ১৭ টি ভ্যান ৫ জন প্রদর্শিত মৎস্যচাষীর মাঝে মাছের খাদ্য , চুন সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয় ।

এইসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস । উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ – প্রকল্প পরিচালক সেলিম আক্তার , জেলা মৎস্য কর্মকর্তা মােঃ আবুল কালাম আজাদ।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাকিলা জাহান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার সহ মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

x