ঈশ্বরদীর মুলাডুলি শেখ পাড়ায় ( পাবনা – নাটোর ) মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে দুই হেলপার ও একজন ভ্যান চালক আহত হয়েছেন । আহতদের নাম পরিচয় জানা যায়নি। ৩০ মে ( রবিবার ) বিকাল সাড়ে ৪ টায় ত্রিমুখী সংঘর্ষের পর সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ।
পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন বিকাল ৪:৩০ মিনিটে পাবনা – নাটোর মহাসড়কের শেখ পাড়া এলাকায় দুই ট্রাক দ্রুত গতিতে যাওয়ার পথে মুখােমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাককে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের দুইজন হেলপার ও একজন ভ্যান চালক আহতহন। এ ঘটনার পর সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে । মুলাডুলি থেকে দাশুড়িয়া মােড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় ।
দাশুড়িয়া ট্রাফিক মােড় এলাকার আমজাদ হােসেন জানান , এখন সন্ধ্যা ৬ টা। দাশুড়িয়ায় যানবাহনের যানজট অব্যাহত রয়েছে । সড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে । সড়কে হাইওয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।