ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
পাবনা নাটোর মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে আহত ৩
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন, পাবনা জেলা প্রতিনিধি

ঈশ্বরদীর মুলাডুলি শেখ পাড়ায় ( পাবনা – নাটোর ) মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে দুই হেলপার ও একজন ভ্যান চালক আহত হয়েছেন । আহতদের নাম পরিচয় জানা যায়নি। ৩০ মে ( রবিবার ) বিকাল সাড়ে ৪ টায় ত্রিমুখী সংঘর্ষের পর সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ।

পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন বিকাল ৪:৩০ মিনিটে পাবনা – নাটোর মহাসড়কের শেখ পাড়া এলাকায় দুই ট্রাক দ্রুত গতিতে যাওয়ার পথে মুখােমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাককে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের দুইজন হেলপার ও একজন ভ্যান চালক আহতহন। এ ঘটনার পর সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে । মুলাডুলি থেকে দাশুড়িয়া মােড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় ।

দাশুড়িয়া ট্রাফিক মােড় এলাকার আমজাদ হােসেন জানান , এখন সন্ধ্যা ৬ টা। দাশুড়িয়ায় যানবাহনের যানজট অব্যাহত রয়েছে । সড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে । সড়কে হাইওয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।

2 responses to “পাবনা নাটোর মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে আহত ৩”

  1. Existe – T – Il un meilleur moyen de localiser rapidement un téléphone portable sans être découvert par celui – Ci?

  2. Il est très difficile de lire les e-mails d’autres personnes sur l’ordinateur sans connaître le mot de passe. Mais même si Gmail offre une sécurité élevée, les gens savent comment pirater secrètement un compte Gmail. Nous partagerons quelques articles sur le cracking de Gmail, le piratage secret de n’importe quel compte Gmail sans en connaître un mot.

Leave a Reply

Your email address will not be published.

x