ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আ. গাফফার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শওকত আলী জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সহ-সভাপতি এড. অলোকেশ রায়, এস এম মহাব্বত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি। বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. বাকের ইদ্রিসের স ালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামরুল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম মিনা রাসেল, মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল খান, মো. তুষার আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. কাজী সেলিমুজ্জামান প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টুর অকাল মৃত্যুতে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।