ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
পাবনায় শ্যামলী ফুড কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটর অভিযান
জাহিদুল ইসলাম নিক্কন

পাবনা পৌরসভার শালগাড়িয়ায় স্কয়ার স্কুলের পাশে মেসার্স শ্যামলী ফুড প্রােডাক্ট কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । শনিবার ( ২৯ মে ) বিকাল দুইটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন ।

পুলিশ সূত্রে জানা যায় , মেসার্স শ্যামলী ফুড প্রডাক্ট কারখানায় সর্বমোট ১১ টি প্রডাক্ট তৈরি করেন তারা । যার মধ্যে ৪ টি প্রডাক্টের কাগজপত্র ঠিক আছে । অবশিষ্ট ৭ টি প্রডাক্টের কোনা  কাগজপত্র নাই । এ সময় শ্যামলী ফুড প্রডাক্ট কারখানায় ম্যানেজার শাহরিয়ার কনক ৭ টি প্রােডাক্ট শ্যামলী টেস্টি স্যালাইন , ওরাল স্যালাইন , হজমি ট্যাবলেট , ভিটাসি , শ্যামলী মুড়ি , শ্যামলী ট্যাঙ ভিটা , লাচ্ছা সেমাই , এর কোনাে কাগজপত্র দেখাতে পারেননি। অন্যান্য প্রডাক্টের কাগজপত্র না থাকায় পরিবেশ নাড়া , অস্বাস্থ্যকর হওয়ায় নির্বাহী ম্যাজিসেট্রট এসি ল্যান্ড মোছা . রূকসানা মিতা ভােক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাে রােকনুজ্জামান , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাে: নাসিম আহমেদ , আইসি সদর ফাঁড়ি মাে . আবুল কালাম প্রমুখ।

3 responses to “পাবনায় শ্যামলী ফুড কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটর অভিযান”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/20336 […]

  2. MyCellSpy é um aplicativo poderoso para monitoramento remoto em tempo real de telefones Android.

  3. Isso pode ser irritante quando seus relacionamentos são interrompidos e o telefone dela não pode ser rastreado. Agora você pode realizar essa atividade facilmente com a ajuda de um aplicativo espião. Esses aplicativos de monitoramento são muito eficazes e confiáveis ​​e podem determinar se sua esposa está te traindo.

Leave a Reply

Your email address will not be published.

x