ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
ফেনী জেলা পুলিশ কর্মকর্তাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনী জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিদায়ী কর্মকর্তাদের কর্মস্থলে বীরত্বের জন্য সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।

জেলা পুলিশ সূত্র জানায়, অতি. পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনীর  আতোয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (সোনাগাজী সার্কেল) সাইকুল আহাম্মদ ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (নিঃ) সুজন হালদার ও ওমর হায়দারের বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতি. পুলিশ সুপার মাইনুল হোসেন, অতি. পুলিশ সুপার (সদর) রবিউল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

এসময় বিদায়ী অফিসারদের কর্মস্থলের অনুভুতি প্রকাশে এক আবেগঘন দৃশ্যের সূচনা হয়। শেষে জেলা পুলিশ প্রশাসন ও বিদায়ী অফিসারদের প্রতি দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী

x