ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও সেবা দিচ্ছে জবি মেডিকেল টিম 
Reporter Name

জবি প্রতিনিধি: মহামারী করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়গুলোও৷ এমন পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নবনির্মিত মেডিকেল সেন্টার।

বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসার ডা. মিতা শবনম ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন৷

ডা. মিতা শবনম সাংবাদিকদের বলেন, করোনার মধ্যেও আমরা আমাদের মেডিক্যাল সেন্টার চালু রেখেছি শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে৷ তারা যেন সুচিকিৎসা পায় তার জন্য আমাদের মেডিক্যাল আগের থেকে সম্প্রসারিত করা হয়েছে। এখন সবাই আলাদা আলাদাভাবে চিকিৎসা সেবা নিতে পারবে৷

দেশের এ ক্রান্তিলগ্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এমন একটি উদ্যোগে উপকৃত হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মচারীরা। এতে করে বাহিরের হাসপাতাল গুলোতে ভিড়ের মধ্যে সিরিয়াল ধরতে হচ্ছে না৷

মেডিক্যাল সুবিধা নিয়ে এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতির মধ্যে সঠিক চিকিৎসা সেবা পাওয়া দুষ্কর। হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়৷ যার হাত বাঁচতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই৷ এতে করে শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাবে বলে আমি মনে করি৷

 

2 responses to “বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও সেবা দিচ্ছে জবি মেডিকেল টিম ”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/19137 […]

  2. … [Trackback]

    […] There you will find 85495 additional Info to that Topic: doinikdak.com/news/19137 […]

Leave a Reply

Your email address will not be published.

x