ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
ফেনীর পরশুরামে ভারতীয় কাপড়, ওষুধসহ ৩ জনকে আটক করেছে পুলিশ
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ ফেনী জেলাধীন পরশুরাম মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চলিয়ে  উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় কাপড়, ওষুধসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আটক করেছে। এসময় পুলিশ একটি সিএনজিসহ তিন জনকে  আটক করে।

এই ব্যাপারে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মালামালসহ বৃহস্পতিবার (২৭ মে) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সির খিল গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার, নরনীয়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ ইউসুফ একই গ্রামের আবদুল মতিনের ছেলে সিএনজি চালক মোহাম্মদ মহসিন।

পরশুরাম থানার পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম মডেল থানার ওসি মুঃ খালেদ দাইয়ান এর নেতৃত্বে এসআই মশিউর রেজাউল, আব্দুল মতিন  বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আনার সময় ১ শ ৫০ ধরনের ভারতীয় অবৈধ ঔষধ যার বাজার মূল্য ১৫ লাখ টাকা, ভারতীয় থ্রি পিস ১১ টি যার মূল্য ২২ হাজার টাকা, মহিলাদের নাইট ড্রেস ১শ পিস যার মূল্য ২০ হাজার টাকা, একটি সিএনজি চালিত অটোরিক্সা ৪ লাখ টাকা। সর্বমোট ১৯ লাখ ৪২ হাজার টাকার মালামাল আটক করেছে।

পরশুরাম মডেল থানার ওসি মুঃ খালেদ দাইয়ান  জানান, বৃহস্পতিবার গভীর রাতে  প্রায় বিশ লাখ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসময় তিন চোরাকারবারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ওসি মুঃ খালেদ দাইয়ান  বিভিন্ন এলাকা দিয়ে মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

2 responses to “ফেনীর পরশুরামে ভারতীয় কাপড়, ওষুধসহ ৩ জনকে আটক করেছে পুলিশ”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/19062 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/19062 […]

Leave a Reply

Your email address will not be published.

x