ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
পরশুরামে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের মৃত্যু
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরাম বাজারের  ডাকবাংলা মোড় এলাকায় মুনাফ চৌধুরীর বাসার সামনে রাস্তা পার হওয়ার সময়  দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম(৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ মোটরসাইকেল চালক নুরুল আফসার সম্রাট(২৬) কে আটক করেছে।

নিহত জাহানারা বেগম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের মোঃ সোলেমানের স্ত্রী।

এই ব্যাপারে জাহানারা বেগমের ছেলে মোঃ সবুজ বাদী হয়ে পরশুরাম থানায়  সম্রাটকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

জানা যায় সোমবার(২৪ মে) রাত সাড়ে আটটার দিকে বৃদ্ধা জাহানারা বেগম তাঁর ছেলে সবুজের (ডাকবাংলা মোড় এলাকার) বাসা থেকে কোলাপাড়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাওনা হন। এসময় রাস্তা পার হওয়ার সময় সম্রাটের দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্বা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী  ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০ দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার(২৫ মে) সকালে নিহতের ছেলে মোঃ সবুজ বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত মোটর সাইকেল চালক নুরুল আফসার সম্রাট পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামের মোহাম্মদ আলি মজুমদারের ছেলে।পরশুরাম থানার ওসি মুঃ খালেদ দাইয়ান জানান  সড়ক দুর্ঘটনায় এক বৃদ্বা নিহত হয়েছেন। মোটর সাইকেল চালককে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

x