ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
বয়সের ভারে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে ফুটওভারব্রিজ
Reporter Name

হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী,পাবনাঃ বয়সের ভারে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে ফুটওভারব্রিজ ।  শতবর্ষী ওভারব্রিজের ওপরে স্লেবে ধরেছে ফাঁটল ক্ষয় হয়েছে লোহার অবকাঠামো।

প্রতিদিনি ফুটওভার ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে  চলাচল কে রেল যাত্রী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষজন এর ঝুঁকিতে রয়েছে তারা।

ঈশ্বরদী রেলওয়ে জংশনে টিকিট কাউন্টার ও বিভিন্ন প্লাটফর্মে  যাতায়াতের সুবিধার্থে এই ফুটওভার ব্রিজটি নির্মান করা হয় ব্রিটিশ আমলে।  প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছুটেচলা ১৮টির ও বেশি ট্রেনে যাতায়াত করেন প্রায় ১০ হাজার যাত্রী  ।  এছাড়া ঈশ্বরদীর পূর্ব ও পশ্চিমপাড়ের বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ প্রতি নিয়ত চালাচল করেন এই ফুটওভার ব্রিজ দিয়ে। বর্তমানে বয়সের ভাড়ে ব্রিজে ব্যবহারত লোহার অবকাঠামো মরিচা ধরে ক্ষয়বদ্ধ হয়েছে।  এরওপর দিয়ে চলাচল করা হয়ে উঠেছে খুবই ঝুঁকিপূর্ণ, যেকনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ।  এমনটাই মনে করছেন ট্রেনযাত্রী ও ফুটওভার ব্রিজে চলাচল করা যাত্রীরা।

প্রয়োজন মানে না কনো বাঁধা তাই ঝুঁকিনিয়েই প্রতিনিয়ত চলাচল করছে  কয়েক হাজার মানুষ, এই ফুটওভার ব্রিজটি উক্তবিবেচনায় দ্রুত কর্জকর পদক্ষেপ নেবে রেলওয়ে কর্তিপক্ষ।  এমনটাই প্রত্যাশা সকলের

হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী,পাবনাঃ-

বয়সের ভারে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে ফুটওভারব্রিজ ।  শতবর্ষী ওভারব্রিজের ওপরে স্লেবে ধরেছে ফাঁটল ক্ষয় হয়েছে লোহার অবকাঠামো।

প্রতিদিনি ফুটওভার ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে  চলাচল কে রেল যাত্রী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষজন এর ঝুঁকিতে রয়েছে তারা।

ঈশ্বরদী রেলওয়ে জংশনে টিকিট কাউন্টার ও বিভিন্ন প্লাটফর্মে  যাতায়াতের সুবিধার্থে এই ফুটওভার ব্রিজটি নির্মান করা হয় ব্রিটিশ আমলে।  প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছুটেচলা ১৮টির ও বেশি ট্রেনে যাতায়াত করেন প্রায় ১০ হাজার যাত্রী  ।  এছাড়া ঈশ্বরদীর পূর্ব ও পশ্চিমপাড়ের বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ প্রতি নিয়ত চালাচল করেন এই ফুটওভার ব্রিজ দিয়ে। বর্তমানে বয়সের ভাড়ে ব্রিজে ব্যবহারত লোহার অবকাঠামো মরিচা ধরে ক্ষয়বদ্ধ হয়েছে।  এরওপর দিয়ে চলাচল করা হয়ে উঠেছে খুবই ঝুঁকিপূর্ণ, যেকনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ।  এমনটাই মনে করছেন ট্রেনযাত্রী ও ফুটওভার ব্রিজে চলাচল করা যাত্রীরা।

প্রয়োজন মানে না কনো বাঁধা তাই ঝুঁকিনিয়েই প্রতিনিয়ত চলাচল করছে  কয়েক হাজার মানুষ, এই ফুটওভার ব্রিজটি উক্তবিবেচনায় দ্রুত কর্জকর পদক্ষেপ নেবে রেলওয়ে কর্তিপক্ষ।  এমনটাই প্রত্যাশা সকলের

x