পেয়ার আহাম্মদ চৌধুরীঃ ফেনীর পরশুরামে ওয়ারেন্টভুক্ত আসামী শরিফুল ইসলাম(২৬) ও আলীম ভূইয়া(৩১) নামে দুইজন’কে গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।
শনিবার(২২ মে) পরশুরাম মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মুুঃ খালেদ দাইয়ান এর নেতৃত্বে এএসআই মোঃ রাশেদুল আলম ও এএসআই মোঃ রেজাউল আলম সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৩নং চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা মজুমদার বাড়ির মোঃ আমিন হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ(২৬) ও বক্সমাহমুদ ইউনিয়নের বাঘমারা গ্রামের হাবিবউল্লাহ ভূইয়া ছেলে মোঃ আলীম ভূইয়া(৩১) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
পরশুরাম মডেল থানারঅফিসার ইনচার্জ(ওসি) মুঃ খালেদ দাইয়ান জানান, আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।