ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শাহজাদপুরে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে সাংবাদিকদের মানববন্ধন
Reporter Name

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জঃ শাহজাদপুরে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে সাংবাদিকদের মানববন্ধন।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক  রোজিনা ইসলামকে সচিবালয়ে  হেনস্তা করে পুলিশে সোপর্দ করায় তার মুক্তির দাবীতে   সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দরা  মানববন্ধন করেছেন।

আজ (২০মে)  বৃহস্পতিবার সকাল ১১টার সময়  প্রেসক্লাব  শাহজাদপুর আয়োজিত  শাহজাদপুর মনিরামপুর বজারে  এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে  বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের  সভাপতি বিমল কুমার কুন্ডু,প্রেসক্লাব শাহজাদপুরের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, সহসভাপতি আবুল কাশেম,প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, এমএ জাফর লিটন, আলআমিন হোসেন, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, কে এম নাসির উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করার তীব্র নিন্দা জানান  ও তার মুক্তির জোর দাবী জানান। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোনের ডাক দেয়ার কথা বলেন।

x