মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং দোষীদের গ্রেফতারে দাবিতে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন কর্মরত সাংবাদিকরা ।
২০ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরকান্দা উপজেলা সদরের নগরকান্দা প্রেসক্লাবের কার্যালয়ের সামনের প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ গ্রহন করেন নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দ । নগরকান্দা প্রেসক্লাবের আহবায়ক শামচুল হুদা হুদুর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ব্ক্তব্য রাখেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বোরহান আনিচ,সহ সভাপতি মিজানুর রহমান মিয়া, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য এমরান আমিন, নগরকান্দা থানা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মন্টু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গিও ইকবাল, সাথি তালুকদার, রেজাউল করিম সেলিম, হাসান রাহুল আল ফয়সাল ও সাপ্তাহিক আল মুয়াজ্জিন এর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিয়া প্রমুখ। বক্তরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং তাকে লাঞ্চনাকারীদেরকে গ্রেফতারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।