ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
ফেনীর পরশুরামে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ– ফেনীর পরশুরামে নিবন্ধনকৃত কৃষকের অভ্যন্তনীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে বৃহস্পতিবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শৃংগধর বড়য়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জাম্মেল হোসেন আজাদসহ প্রমুখ।

জানা যায় চলতি মৌসুমে পরশুরাম উপজেলায় ১হাজার ৬শ ১৩জন কৃষকের কাছ থেকে প্রতিকেজি ২৭টাকা দরে সর্বমোট ২শ ৭৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। প্রত্যেক কৃষক সর্বোচ্চ ১টন ধান বিক্রি করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা শৃংগধর বড়য়া জানান কৃষকরা আগে আসলে আগে বিক্রির সুযোগ পাবেন ভিত্তিতে সুযোগ পাবেন।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত  স্বাস্থ্যবিধি মেনে নিবন্ধনকৃত কৃষকদের কাছ ধান ক্রয় করতে খাদ্যগুদাম কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ প্রদান করেছেন।

x