রাম বসাক,শাহজাদপুর, সিরাজগঞ্জ: দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাব কার্যালয়ে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক শফিকুজ্জামান শফি(দৈনিক মানবকন্ঠ),হাসানুজ্জামান তুহিন(দৈনিক প্রতিদিনের সংবাদ),আবুল কাশেম(দৈনিক নয়া দিগন্ত),সৈয়দ হুমাইয়ুন পারভেজ সাব্বির(দৈনিক জনকন্ঠ),ওমর ফারুক(এশিয়ান টিভি),কোরবান আলী লাভলু(দৈনিক সমকাল),মামুন রানা (দৈনিক বাংলাদেশ সময়, সিরাজগঞ্জ প্রতিদিন), আল আমিন হোসেন(দৈনিক দিনকাল),মুস্তাক আহমেদ(সাপ্তাহিক প্রান্তিক সংবাদ),এমএ জাফর লিটন(দৈনিক যায়যায়দিন),জহুরুল ইসলাম(দৈনিক আমার সংবাদ),মো: মুমীদুজ্জামান জাহান(দৈনিক দেশ রূপান্তর),মনিরুল গণি চৌধুরি শুভ্র(অভিযাত্রা),মাসুদ মোর্শারফ(দৈনিক আজকালের খবর),জাকারিয়া মাহমুদ(মাই টিভি),নয়ন আলী(দৈনিক সময়ের আলো),ফারুক হাসান কাহার(ডেইলি বাংলাদেশ),আমিনুল ইসলাম(দৈনিক খোলা কাগজ),আবুল হাসনাত টিটো(দৈনিক এশিয়ার বাণী),জেলক হোসেন(দৈনিক ভোরের ডাক),আরিফ হোসেন(দৈনিক ডেলটা টাইমস),নূপুর কুমার রায়(জাগরণী টিভি),মির্জা হুমাইয়ুন(দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ।
বক্তারা বলেন,স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা নিজের অপরাধ ও দূর্ণীতি ধাপাচাপা দিতে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্তা করেছে। শুধু তাই নয়,একজন উপ-সচিবকে দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়া অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করছি।