ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
পরশুরামে সদ্য প্রয়াত শ্রমিক নেতা খালেকের পরিবারের পাশে মেয়র
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী প্রতিনিধিঃ ফেনীর পরশুরামে পৌর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মরহুম আবদুল খালেকের অসহায় পরিবার’কে অর্থিক সহয়তা দিয়ে পাশে দাঁড়ালেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

শুক্রবার (৭ মে) সকালে পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর ব্যক্তিগত পক্ষ থেকে মরহুম আবদুল খালেকের বড় ছেলে সাদ্দামের হাতে আর্থিক সহয়তা বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার কাউন্সিলর রাসুল আহমেদ মজুমদার স্বপন, এনামুল হক এনাম, কাউন্সিলর আবদুল মান্নান লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন, সদস্য আবদুল আহাদ চৌধুরী সহ প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন জানান, শুক্রবার পৌর মেয়র সাজেল চৌধুরীর প্রতিনিধি হয়ে আমরা মরহুম খালেক সাহেবের পরিবারের মাঝে পৌর মেয়রের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেই। এছাড়া পৌর মেয়র সাজেল চৌধুরী যে কোন প্রতিকুল পরিস্থিতিতে মরহুম খালেক সাহেবের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এসময় তিনি বলেন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিল মরহুম আবদুল খালেক ভাই। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি

x